ইলিশের বাড়ী চাঁদপুরে জানাই সবাইকে স্বাগতম।।পদ্মা,মেঘনা,ডাকাতিয়া,ধনাগোদা নদী এই জেলাকে করেছে রূপ বৈচিত্র পূর্ণ।। রয়েছে এখানে হাইমচরের বিখ্যাত পান,মতলবের ক্ষীর,ফরিদ্গঞ্জের রসগোল্লা,কচুয়ার মিষ্টি বরই সহ আরো নানান কিছু।। এই জেলায় রয়েছে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ।।চাদপুরের রয়েছে অনেক গোরাজ্জল ইতিহাস ও ।। চাদপুর কে আগে বলা হতো ''গেইট অফ ইস্ট বেংগল''।।
সেই চাদপুর কে নিয়ে একটি আঞ্চলিক গান ।। আশা করি সবার ভালো লাগবে।।

0 Comments